ME: মামা, একটা মাছ কাটতে কত নেন?

মামা : 20-30 টাকা (25 on average) 

ME: দিনে কয়টা মাছ কাটেন?

মামা : 30 = (350 on average)

ME: 350*25 = 8750 taka (daily)

24 days * 8750 tk. = 2,10,000 tk (monthly) 

আমরা হচ্ছে এমন একটা দেশে বাস করি যেখানে ৮০০০ টাকা বেতনের চাকুরীর জন্যে সারা মাস গাধার মতো পরিশ্রম করবো।দিনশেষে বসের হুমকি ধামকি খাবো তবুও চাকুরী ছাড়বো না। 

এই ৮/১০ হাজার টাকার চাকুরী ছেড়ে আত্নসম্মানের ভয়ে কোন কাজ করতে পারবো না। ৮/১০ হাজার মাইনে থেকে আমাদের প্রেস্টিজ ইস্যু অনেক বড় 

আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় জীবনের দীর্ঘ ১০-১৫ বছর কেন পড়াশোনা করছেন ?

সম্মান, জ্ঞান, অর্থের জন্যে !

এইসব বাদ দ্যান ভাই এদেশে এইসব সস্তা জিনিসের ভ্যালু নাই।

এখানে মানুষ টাকা দেখে আপনাকে সম্মান দিবে আপনার জ্ঞান দেখে নয়!!

তাই টাকা কামান 

Earn money and get respect  💵.

ছবি: সংগৃহীত