এই ছবির গোল চিহ্নিত ব্যক্তিটিকে দেখে যে বিষয় গুলো আমার নজরে এসেছে তা হলঃ

১. আপনাকে কেউ জায়গা দেবে না, নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়।

২.যতটুকু অবস্থানই নিজে করে নিতে পেরেছেন, ততটুকুতেই সন্তুষ্টচিত্তে হাসিমুখে মেনে নিতে হবে।

৩.চলার পথে আপনাকে অনেকেই বাঁশ দিতে চাইবে (ছবিতে বাঁশের জন্য লোকটি আটকে গেছে)। এসব স্বত্বেও আপনাকে এগিয়ে যেতে হবে।

৪. এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি নিজের ত্রুটির জন্যও পিছিয়ে পড়তে পারেন (ছবিতে লোকটি নিজের ভূড়ির জন্যও এগুতে পারছেনা)।তবু্ও চেষ্টা চালিয়ে যেতে হবে।

৫.নিজের অবস্থান ধরে রাখতে কোন কিছু আকড়ে ধরে রাখতে হবে(ছবিতে লোকটি বাঁশ ধরে আছে কোনরকম পোজটি মারার জন্য)।

অতএব, Be positive